Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচবিবিতে মেয়র পদে নৌকার প্রার্থী হতে চান সাবেক এমপির মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ২০:২০

জয়পুরহাট: পাঁচবিবি পৌর নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জুলাই পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ডা. সাইদুর রহমানের মেয়ে ও জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা বেগম ঝর্ণা।

শনিবার (১১ জুন) দুপুরে পৌর শহরের দানেজপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মাসুদা বেগম ঝর্ণা সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা ডা. সাইদুর রহমান পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও তৎকালীন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ছিলেন। বঙ্গবন্ধু ও বাবার আর্দশে আমিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমার আবেদন আগামী পৌর নির্বাচনে আমাকে নৌকা মার্কায় নির্বাচন করার সুযোগ দিন।’

তিনি সবার সহযোগিতায় মেয়র নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক পৌরসভা গড়ে তুলবেন বলেও জানান।

এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, নজরুল ইসলাম, সাবেক শিক্ষক মতিবুল ইসলাম, মজিদার রহমান, ইফরাজ আলমসহ অনেকে।

সারাবাংলা/এমও

পাঁচবিবি পাঁচবিবি পৌর নির্বাচন মেয়র প্রার্থী সাবেক এমপির মেয়ে

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর