ভারতের অর্থায়নে সিলেটে ৩ প্রকল্পের উদ্বোধন করলেন দুই মন্ত্রী
১১ জুন ২০২২ ১৯:৫৮ | আপডেট: ১১ জুন ২০২২ ২১:৪৬
সিলেট: ভারত সরকারের অর্থায়নে সিলেট সিটি করপোরেশনে বাস্তবায়িত ৩টি প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী।
শনিবার (১১ জুন) দুপুরে নগরের ধোপাদিঘীরপাড়ে ওয়াকওয়ে, নগরের কাষ্টঘরে ৬ তলা বিশিষ্ট ক্লিনার কলোনি ও চারাদীঘির পাড় মজলিস আমিন স্কুলের ৬ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন। প্রায় কোটি টাকা ব্যয়ের ওই তিনটি প্রকল্পে অর্থায়ন করেছে ভারত সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘সরকারের ধারাবাহিক ও সমতার উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশন যথাযথ ভূমিকা রাখছে। সময় মতো প্রকল্প কাজ বাস্তবায়ন, দূরদর্শি, টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ফলে সিলেট মহানগরবাসী নানা সুবিধা পাচ্ছেন।’
ভারত সরকারের অর্থায়নে সিলেটের ঐতিহ্যবাহী ধোপাদীঘি, ক্লিনার কলোনি ও চারাদীঘির পাড় স্কুলের উদ্বোধন প্রসঙ্গে তিনি জানান, ভারত-বাংলাদেশের প্রতিবেশি বন্ধুপ্রতীম দেশ। প্রতিবেশি বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হওয়া ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সিলেটে ভারত সরকারের এই প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন হওয়ায় দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও এক ধাপ এগিয়ে গেল।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি সময়মতো প্রকল্প সমূহের বাস্তবায়ন হওয়ায় সিলেট সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতিন বক্তব্যে বলেন, ‘সিলেটের উন্নয়নে ভারত সরকারের এই প্রকল্পসমূহ মাইলফলক হয়ে থাকবে। ধোপাদীঘি উদ্ধার ও সংরক্ষণ সংস্কারের ফলে সিলেট মহানগরের দীঘির শহরের অন্যতম স্মারক রক্ষা পেল।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মিসবাহ উদ্দিন চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন- কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর মোখলিছুর রহমান কামরান, কাউন্সিলর আজম খান, কাউন্সিলর ইলিয়াসুর রহমানসহ অনেকে।
সারাবাংলা/এমও
দুই মন্ত্রী ভারতের অর্থায়ন সিলেট সিটি করপোরেশন সিলেটে ৩ প্রকল্প