সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
১১ জুন ২০২২ ১৯:০১ | আপডেট: ১১ জুন ২০২২ ১৯:০২
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের বিমান ঘাঁটির সামনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় পাঁচঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
এর আগে দুপুর ১টার দিকে পারাবত এক্সপ্রেসের বগিতে আগুন লাগে। আগুনে ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়। ট্রেনটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, ‘ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছোয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’
ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন— ট্রেনটির এসির কোনো ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুন সম্পুর্ণভাবে নিয়ন্ত্রণে আসায় সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে !
সারাবাংলা/একে