Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ঘণ্টা পর পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ১৫:৫২

ঢাকা: ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের। আগুনে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

শনিবার বেলা পৌনে ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে পারাবত এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগে যায়।

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন—ট্রেনটির এসির কোনো ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে একটি বগিতে আগুন লাগলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুন তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের মুহূর্তে ট্রেন থেকে যাত্রীদের নিরাপদে নেমে যান।

আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে থাকা যাত্রী এইচজেডএম স্বপন সারাবাংলাকে বলেন, ‘ট্রেনটির এসি বগিতে আগুনের সূচনা ঘটে। আমরা দেখি, হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। টিটিকে বিষয়টি জানানো হলে তিনি ট্রেন থামানোর উদ্যোগ নেন।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সারাবাংলাকে বলেন, ‘শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুন লাগার খবর পাই। বর্তমানে ঢাকা-সিলেট রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।’

আগুনের শিকার তিনটি বগিকে মূল বগির সঙ্গে আলাদা করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

এদিকে শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, ‘ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে পেরেছেন।’

কী কারণে আগুন লেগেছে তা যাচাই করা হচ্ছে বলে জানান ফায়ার ফাইটার হাবিদুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আগুন টপ নিউজ ট্রেনের বগি পারাবত এক্সপ্রেস ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর