Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাবি করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ০৯:০৩ | আপডেট: ১১ জুন ২০২২ ১০:০৩

ঢাবি: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। এই ইউনিটে এবার আসনপ্রতি লড়বেন ৫৮ জন শিক্ষার্থী।

শনিবার (১১ জুন) বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে এ পরীক্ষা। অন্য ইউনিটগুলোর মতো এই ইউনিটের পরীক্ষাও দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এদিকে, ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৭৮ হাজার ২৯ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের জন লড়বেন ৫৮ জন শিক্ষার্থী।

এর আগে গতকাল শুক্রবার ঢাবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং গত ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/আরআইআর/এনএস

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যায় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর