Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে মাংকিপক্স সন্দেহে ভারতফেরত যাত্রী হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ২১:৪৭

যশোর: বেনাপোল চেকপোস্টে মাংকিপক্স আক্রান্ত সন্দেহে আব্বাস আলী (৪২) নামে এক ভারতফেরত রোগীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) বেলা ১১টার দিকে আব্বাস বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মাংকিপক্স সন্দেহে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দুপুর সাড়ে ১২টার দিকে আব্বাস আলীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকূপার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে, আব্বাস আলী পর্যটন ভিসায় ভারত গিয়েছিলেন। তিনি শুক্রবার বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে মাংকিপক্স আক্রান্ত সন্দেহে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, ‘ভারতফেরত ওই রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। আমরা মেডিসিন চিকিৎসকদের কল করেছি। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে আরও কনফার্ম হবেন। তবে আমরা ধারণা করছি এটা সাধারণ পক্স অর্থাৎ চিকেন পক্স হতে পারে।’

সারাবাংলা/এমও

বেনাপোল মাংকিপক্স

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর