Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ১৯:২৮

ভৈরব: ভৈরবে অজ্ঞাত (২৫) এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় ভৈরব থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।

শুক্রবার (১০ জুন) সকাল ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গাজিরটেকের রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

মরদেহের সুরতহাল রিপোর্ট তৈনি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা জানান, রাতের কোন একসময় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে । নিহতের গলায়, পেট ও পিঠসহ বিভিন্ন অংশে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত করতে পারলে হয়তো প্রকৃত ঘটনা জানা যাবে।

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা ভৈরব যুবক খুন

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর