Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ১৯:১৭

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১০ জুন) এ ঘটনায় ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার হাতকোপা মেন্দিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সে চাঁদপুর জেলার চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, রাতে শরীফুল সড়ক দিয়ে যাওয়া সময় তার পথে গতিরোধ করে ছিনতাইকারী শাহ আলম। এসময় তার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারী শাহ আলম শরীফুলকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ছুরিসহ এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এঘটনার সাথে জড়িত হত্যাকারী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এমও

ছিনতাইকারী যুবক নিহত সোনারগাঁও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর