Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুচক্রী মহল বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে: মেয়র হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ১৮:৪৭ | আপডেট: ১০ জুন ২০২২ ১৮:৫০

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে ঠিক তখনই একটি কুচক্রী মহল বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে দেশ‌কে ধ্বংস করে দিতে চায় তারা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে অনু‌ষ্ঠিত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্ত‌ব্যে মেয়র এসব কথা ব‌লেন। শুক্রবার (১০ জুন) দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় উপজেলা যুবম‌হিলা লীগের উদ্যোগে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ‌ক্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। ১৯৭৫ এর কালো অধ্যায়ের প্রসঙ্গ টেনে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া তার নগ্ন বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে বন্ধ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপিসহ অনেকেই তাকে হত্যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ ক‌রে মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘পদ্মা সেতুর কথা শুনলেই বিএনপির ভালো লাগে না। দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে বিএনপি কোনো চিন্তা ভাবনা করে না, তারা নিজেদের নিয়েই ভাবে, কীভাবে ক্ষমতায় যাবে, সে ষড়যন্ত্রেই লিপ্ত থাকে। তাই এ দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, বিএনপির কোনো ঐক্যই কাজে আসবে না।’

বিজ্ঞাপন

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাবো পৌরসভা যুবমহিলা লীগের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, ভোলাবো ইউনিয়নের যুবমহিলা লীগের সভাপতি সালমা আক্তারসহ অনেকে।

সারাবাংলা/এমও

কুচক্রী মহল বিভিন্ন বিভ্রান্তি মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর