Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৫% পরীক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ১৭:১৯ | আপডেট: ১০ জুন ২০২২ ১৭:৫৮

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম বিভাগে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৯ হাজার ৮৭৬ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী, যা শতকরা ৯৪ দশমিক ৭৬ শতাংশ।

শুক্রবার (১০ জুন) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রক্টর রবিউল হাসান বলেন, আমাদের ক্যাম্পাসে ১০ হাজার ৪২২ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ৯ হাজার  ৮৭৬ জন। অনুপস্থিত ছিলেন ৫৪৬ জন। পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/সিসি/টিআর

ক ইউনিট ক ইউনিট ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর