ভ্যাটের আওতা বাড়াতে ৬ প্রস্তাব অর্থমন্ত্রীর
১০ জুন ২০২২ ০০:৩১ | আপডেট: ১০ জুন ২০২২ ১২:৪০
ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাজেট ঘাটতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ফলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সরকারের আয় বাড়ানোর জন্য মূল্য সংযোজন করের (মূসক) আওতা বাড়াতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ জন্য ছয়টি সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাবগুলো তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি তিনি প্রস্তাবিত বাজেট পেশ করেন।
আরও পড়ুন-
- একনজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট
- দেশীয় শিল্পের বিকাশে ১১ খাতে ভ্যাট অব্যাহতি
- বেকার যুবকদের কর্মসংস্থান গুরুত্ব পাচ্ছে বাজেটে
- বাজেট বক্তৃতায় ‘ফিনিক্স পাখি’র গল্প শোনালেন অর্থমন্ত্রী
- জাতির পিতার সোনার বাংলার সুবর্ণরেখা স্পর্শ করার প্রত্যয়
- গ্রামে ৫ হাজার, নগরে ১৭৬০ কিলোমিটার নতুন সড়ক হবে
- মোবাইল আর্থিক সেবাসহ ব্যবসায় কর সহজ করতে ৯ প্রস্তাব
- অর্থবছরের জন্য ৬ চ্যালেঞ্জ, বাজেটে উত্তরণে প্রত্যয়ী অর্থমন্ত্রী
- আগামী অর্থবছরই হবে মহামারির প্রভাব কাটিয়ে ওঠার শেষ বছর
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মূল্য সংযোজন কর আদায় কার্যক্রমে তদারকি নিশ্চিত করা এবং রাজস্ব আদায় বাড়ানোর জন্য এ সংক্রান্ত আইন ও বিধিতে কিছু সংশোধনের প্রস্তাব পেশ করছি। এই প্রস্তাবগুলো হলো—
(ক) আন্তর্জাতিক পরিবহন সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে বৃহৎ পরিসরে শূন্যহারের সুবিধা বলবৎ রয়েছে। ফলে মাঠ পর্যায়ে প্রায়োগিক সমস্যার উদ্ভব হচ্ছে। তাই এ ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব করছি;
(খ) ভ্যাট খেলাপি প্রতিষ্ঠানের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে মূসক কর্মকর্তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করার বিধান আইনে সন্নিবেশ করার প্রস্তাব করছি;
(গ) বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) প্রক্রিয়া আরও বেশি কার্যকর করার লক্ষ্যে উচ্চ আদালতের অনিষ্পন্ন মামলাগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির আওতায় আনার প্রস্তাব করছি;
(ঘ) ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা’-এর মতো ‘কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউন্ট্যান্টদের’ বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান সংযোজনের প্রস্তাব করছি;
(ঙ) বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) মাধ্যমে নিষ্পত্তি করা বিষয়ে কোনো তদন্তকারী সংস্থা কোনো তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে বিধান সংযোজন করার প্রস্তাব করছি; এবং
(চ) বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার সময় দাখিল করা বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের সঙ্গে ক্রেডিট রেটিং এজেন্সির রিপোর্ট পর্যালোচনা করার প্রয়োজন হয়। তাই, আইনে মূসক কর্মকর্তাকে সহায়তা দেওয়ার লক্ষ্যে সহায়তাকারী হিসেবে ক্রেডিট রেটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করার বিধান সংযোজনের প্রস্তাব করছি।
আরও পড়ুন-
- লিফটের দাম বাড়বে
- শিক্ষায় বরাদ্দ বাড়ছে
- বাড়ছে সিগারেটের দাম
- দাম কমবে যেসব পণ্যের
- দাম বাড়ছে যেসব পণ্যের
- বিদেশি পাখির দাম বাড়বে
- সোনার দাম কমাচ্ছে সরকার
- সোলার প্যানেলের দাম বাড়বে
- বাড়বে বিলাসবহুল গাড়ির দাম
- ইলেকট্রিক মোটরের দাম বাড়বে
- করমুক্ত আয় থাকছে ৩ লাখ টাকাই
- দাম বাড়বে দেশি-বিদেশি মোবাইলের
- তথ্য ও সংস্কৃতিতে বরাদ্দ অল্পই বেড়েছে
- অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বাড়বে
- প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশই থাকছে
- কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমছে
- দ্বিগুণের বেশি বরাদ্দ পাচ্ছে গরিব-মেধাবী শিক্ষার্থীরা
- স্বাস্থ্যখাতে ৪ হাজার ১৩২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
- সার্বজনীন পেনশন চালুর ঘোষণা
- নন-কটন রফতানিতে প্রণোদনা চাই
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৭ শতাংশ
- এই বাজেট উচ্চাভিলাষী: জি এম কাদের
- ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ভাড়া বাড়ছে
- কৃষিখাত ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ
- ময়দা আমদানিতে কমছে শুল্ক, কমতে পারে দাম
- বাজেটে শিল্প কারখানার দিকে বেশি নজর দিতে হবে
- পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে না
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি দিলে কর ছাড়
- ২৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল আমদানিতে শুল্ক আরোপ
- তৈরি পোশাকের মতোই কর সুবিধা পাবে রফতানিমুখী কারখানা
- উপকারভোগী নারী-শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৫৪ হাজারে
- জননিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে দেড় হাজার কোটি টাকা
- সফটওয়্যার ও আইটিএস খাতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি রাখতে হব
- স্টার্টআপের জন্য বাজেটে ছাড়
- রাজস্ব আহরণে বেশি জোর দিতে হবে
- বৃহস্পতিবার বাজেট পেশ— একটি রেওয়াজ
- আরও উৎসাহ পাবে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং
- কোন সরকার ও অর্থমন্ত্রী কয়টি বাজেট দিয়েছেন
- বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে
- ৭৮৬ কোটি থেকে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট
- ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে কাটা ৫০ হাজার টাকা
- এনবিআরকে আয় করতে হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা
- রেকর্ড ঘাটতি নিয়ে আসছে ৬ লাখ ৭৮ কোটি টাকার বিশাল বাজেট
- এবারও সংক্ষিপ্ত সময়ে বাজেট উপস্থাপন, ছিল না উৎসবের আমেজ
- ১০০ টাকা বেশি পাবেন প্রতিবন্ধীরা, উপকারভোগী বাড়ছে সাড়ে ৩ লাখ
- নিয়ন্ত্রণে রাখতে হবে মূল্যস্ফীতি, ঠান্ডা রাখতে হবে মার্কিন ডলারের বাজার
সারাবাংলা/ইএইচটি/টিআর
২০২২-২৩ অর্থবছরের বাজেট বাজেট ২০২২-২৩ ভ্যাটের আওতা মূসক আদায় কার্যক্রম রাজস্ব আদায় বাড়ানো