Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশীয় শিল্পের বিকাশে ১১ খাতে ভ্যাট অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ০০:১৯ | আপডেট: ১০ জুন ২০২২ ০০:৫৫

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পের বিকাশে ১১ খাতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ক্ষেত্রে বিভিন্ন খাতের জন্য ভ্যাট অব্যাহতি ছাড়াও ভ্যাটের পরিমাণ কমানোর প্রস্তাব রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি তিনি প্রস্তাবিত বাজেট পেশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দেশীয় শিল্পের বিকাশের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির প্রস্তাব পেশ করছি। প্রস্তাবনাগুলো হলো—

(ক) Textile Grade Pet Chips-এর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি;

(খ) LPG বাল্কে বিক্রির উদ্দেশ্যে বাল্কে কেনার ক্ষেত্রে প্রথম পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি;

(গ) কৃত্রিম আঁশ (man-made fiber) এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নে ভ্যাটের পরিমাণ ৬ টাকা (প্রতি কেজি) থেকে কমিয়ে ৩ টাকা (প্রতি কেজি) নির্ধারণের প্রস্তাব করছি;

বিজ্ঞাপন

(ঘ) মুড়ি ও চিনির ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করছি;

(ঙ) Tubular metal needles and needles for suture-এর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি;

(চ) Autoclaved Aerated Concrete Block-এর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি;

(ছ) তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে মোবাইল ফোনের ব্যাটারি, চার্জার ও ইন্টার‌্যাকটিভ ডিসপ্লের স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি;

(জ) পাওয়ার টিলারের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি;

(ঝ) কাস্টমস প্রজ্ঞাপন এসআরও নম্বর ১২৮-আইন/২০২০/৭৯/কাস্টমস, তারিখ: ৩ জুন, ২০২০ খ্রিষ্টাব্দে বর্ণিত পোল্ট্রি, ডেইরি ও ফিশ ফিড পণ্যের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি;

(ঞ) ফাউন্ড্রি শিল্পে স্থানীয়ভাবে সংগৃহীত স্ক্র্যাপ/ভাঙারি সরবরাহের ক্ষেত্রে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি; এবং

(ট) সমাজকল্যাণমূলক সেবা হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের পড়ার উপকরণ ব্রেইল মুদ্রণের ওপর ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

২০২২-২৩ অর্থবছরের বাজেট দেশীয় শিল্পের বিকাশ বাজেট ২০২২-২৩ ভ্যাট অব্যাহতি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর