Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশীয় শিল্পে কাঁচামাল সরবরাহে উৎসে কর কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২২ ০০:১৮ | আপডেট: ১০ জুন ২০২২ ১২:৪১

ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প-কারখানায় উৎপাদন খরচ কমাতে কাঁচামাল সরবরাহে উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ব্যবসা সহজ করতে এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গীকারাবদ্ধ।’

তিনি বলেন, ‘শিল্প কারখানায় উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে উৎপাদকদের কাছে কাঁচামাল সরবরাহে উৎসে কর কর্তনের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়া, ব্যবসায়িক পণ্যের সরবরাহের ওপর উৎস করের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং সরকারি বই ছাড়া অন্য বই সরবরাহের ওপর ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করছি।’

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

২০২২-২৩ অর্থবছরের বাজেট কাঁচামালা দেশীয় শিল্প

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর