জেন্ডার বাজেট বরাদ্দ বেড়েছে ১৫.৫%
৯ জুন ২০২২ ২২:৫৭ | আপডেট: ৯ জুন ২০২২ ২৩:৩৪
ঢাকা: নারী উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম ও অগ্রাধিকার রয়েছে— এমন ৪৪টি মন্ত্রণালয় ও বিভাগকে আওতাভুক্ত করে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে। এই অর্থবছরে জেন্ডার বাজেটের পরিমাণ ২ লাখ ২৯ হাজার ৪৮৪ কোটি টাকা। এটি মোট বাজেটের ৩৩ দশমিক ৮৪ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ দশমিক ১৬ শতাংশ।
নতুন প্রস্তাবিত বাজেটে জেন্ডার বাজেটের পরিমাণ আগের ২০২১-২২ অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ৫৫ শতাংশ বেশি। ওই অর্থ বছরে জেন্ডার বাজেটের পরিমাণ ছিল ১ লাখ ৯৮ হাজার ৫৮৭ কোটি টাকা। সেটি ছিল ওই বাজেটের ৩২ দশমিক ৭৮ শতাংশ এবং জিডিপি’র প্রায় ৫ শতাংশ। সে হিসাবে মোট বাজেট ও জিডিপি অনুপাতেও এ বছর জেন্ডার বাজেটের পরিমাণ বেশি।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ অধিবেশ ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
আরও পড়ুন-
- একনজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট
- বাজেট বক্তৃতায় ‘ফিনিক্স পাখি’র গল্প শোনালেন অর্থমন্ত্রী
- জাতির পিতার সোনার বাংলার সুবর্ণরেখা স্পর্শ করার প্রত্যয়
- অর্থবছরের জন্য ৬ চ্যালেঞ্জ, বাজেটে উত্তরণে প্রত্যয়ী অর্থমন্ত্রী
- আগামী অর্থবছরই হবে মহামারির প্রভাব কাটিয়ে ওঠার শেষ বছর
২০২২-২৩ অর্থবছরের জেন্ডার বাজেটে বলা হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে থাকার কারণে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারীর কর্মসংস্থানের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
২০২০-২১ অর্থবছরে পরিচালন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৮৭৪ কোটি টাকা, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা। একইভাবে ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন বাজেটে জেন্ডার সম্পৃক্ততার পরিমাণ ছিল ৯১ হাজার ৭১৩ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে এটি বেড়ে হয়েছে ৯৫ হাজার ৭৪৭ কোটি টাকা।
বাজেট প্রস্তাবনায় সব মন্ত্রণালয় ও বিভাগকে তিনটি থিমেটিক এরিয়াতে বিভক্ত করা হয়েছে। বরাদ্দের দিক দিয়ে তিটি থিমেটিক এরিয়ার মধ্যে জেন্ডার বাজেটের সর্বোচ্চ ৫২ শতাংশ বরাদ্দ পেয়েছে ‘সরকারি সেবাপ্রাপ্তিতে নারীর সুযোগ বৃদ্ধি’ শীর্ষক থিমেটিক এরিয়া। তবে এ অংশে মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যাও সবচেয়ে বেশি। বরাদ্দের দিক থেকে এর পরেই রয়েছে ‘নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি’ সংক্রান্ত থিমেটিক এরিয়া। এই অংশে জেন্ডার বাজেটের ৪১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। আর ‘উৎপাদন, শ্রমবাজার ও আয়বর্ধক কাজে নারীর অধিকতর অংশগ্রহণ’ সংক্রান্ত থিমেটিক এরিয়াতে বরাদ্দ দেওয়া হয়েছে ৭ শতাংশ।
আরও পড়ুন-
- সংসদে অর্থমন্ত্রী, হাতে ব্রিফকেস
- ‘বাজেট গরিববান্ধব, ব্যবসাবান্ধব ও গণমুখী’
- এবারের বাজেট লুটপাটের হিসাব মাত্র: ফখরুল
- দেশের বাজারে ল্যাপটপ-কম্পিউটারের দাম বাড়বে
- মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
- কর দিলে বৈধ হবে পাচার করা টাকা, কেউ প্রশ্ন তুলতে পারবেন না
‘নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি’ শীর্ষক থিমেটিক এরিয়াতে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের বাজেট বরাদ্দ বিশ্লেষণ করে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ বেড়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের বাজেটে জেন্ডার সংশ্লিষ্ট বাজেট বরাদ্দের শতকরা হার যথাক্রমে ৬৯ দশমিক ৭১ শতাংশ, ৫০ শতাংশ, ৪৪ দশমিক ৭৩ শতাংশ, ৬০ দশমিক ২১ শতাংশ এবং ৪৩ দশমিক ০৪ শতাংশ।
‘উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং শ্রমবাজার ও আয়বর্ধক কাজে নারীর অধিকতর অংশগ্রহণ’ থিমেটিক এরিয়াভুক্ত মন্ত্রণালয়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরে জেন্ডার সংশ্লিষ্ট বরাদ্দের হার ছিল ১৬ দশমিক ৭৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৭ দশমিক ০৬ শতাংশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ২০২২-২৩ অর্থবছরে এ বরাদ্দের হার ৭১ দশমিক ১১ শতাংশ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এ হার প্রায় ৪৮ শতাংশ। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিবেচ্য অর্থবছরে এ বরাদ্দের হার ৩৩ দশমিক ৬৬ শতাংশ।
‘সরকারি সেবাপ্রাপ্তিতে নারীর সুযোগ বৃদ্ধি’ থিমেটিক এরিয়াভুক্ত মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাজেটে নারীর হিস্যা ৫৮ দশমিক ৩০ শতাংশ, শিল্প মন্ত্রণালয়ে ২৩ দশমিক ২৯ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ৫৬ দশমিক ১৭ শতাংশ এবং বিদ্যুৎ বিভাগের হিস্যা ৬২ দশমিক ৫৩ শতাংশ।
আরও পড়ুন-
- লিফটের দাম বাড়বে
- শিক্ষায় বরাদ্দ বাড়ছে
- বাড়ছে সিগারেটের দাম
- দাম কমবে যেসব পণ্যের
- দাম বাড়ছে যেসব পণ্যের
- বিদেশি পাখির দাম বাড়বে
- সোনার দাম কমাচ্ছে সরকার
- সোলার প্যানেলের দাম বাড়বে
- বাড়বে বিলাসবহুল গাড়ির দাম
- ইলেকট্রিক মোটরের দাম বাড়বে
- করমুক্ত আয় থাকছে ৩ লাখ টাকাই
- দাম বাড়বে দেশি-বিদেশি মোবাইলের
- তথ্য ও সংস্কৃতিতে বরাদ্দ অল্পই বেড়েছে
- অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বাড়বে
- প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশই থাকছে
- কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমছে
- দ্বিগুণের বেশি বরাদ্দ পাচ্ছে গরিব-মেধাবী শিক্ষার্থীরা
- স্বাস্থ্যখাতে ৪ হাজার ১৩২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
মন্ত্রণালয় ও বিভাগগুলোতে জেন্ডার সংশ্লিষ্ট বাজেটে বরাদ্দের পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটেও জেন্ডার বৈষম্য দূরীকরণে সামগ্রিক নীতি কৌশলে নারীর অগ্রাধিকারের বিষয়টি প্রতিফলিত হয়েছে বলে ২০২২-২৩ অর্থবছরের জেন্ডার বাজেটে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো চালু হওয়া জেন্ডার বাজেটের পরিমাণ ছিল ২৭ হাজার ২৪৮ কোটি টাকা। চারটি মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করে বরাদ্দ করা এই বাজেট ছিল মোট বাজেটের ২৪ দশমিক ৬৫ শতাংশ। এক যুগ পর এসে জেন্ডার বাজেটের আকার বেড়ে মোট বাজেটের ৩৩ শতাংশ পেরিয়ে গেছে।
আরও পড়ুন-
- সার্বজনীন পেনশন চালুর ঘোষণা
- নন-কটন রফতানিতে প্রণোদনা চাই
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৭ শতাংশ
- এই বাজেট উচ্চাভিলাষী: জি এম কাদের
- ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ভাড়া বাড়ছে
- কৃষিখাত ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ
- ময়দা আমদানিতে কমছে শুল্ক, কমতে পারে দাম
- বাজেটে শিল্প কারখানার দিকে বেশি নজর দিতে হবে
- পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে না
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি দিলে কর ছাড়
- ২৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল আমদানিতে শুল্ক আরোপ
- তৈরি পোশাকের মতোই কর সুবিধা পাবে রফতানিমুখী কারখানা
- উপকারভোগী নারী-শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৫৪ হাজারে
- জননিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে দেড় হাজার কোটি টাকা
- সফটওয়্যার ও আইটিএস খাতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি রাখতে হব
- স্টার্টআপের জন্য বাজেটে ছাড়
- রাজস্ব আহরণে বেশি জোর দিতে হবে
- বৃহস্পতিবার বাজেট পেশ— একটি রেওয়াজ
- আরও উৎসাহ পাবে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং
- কোন সরকার ও অর্থমন্ত্রী কয়টি বাজেট দিয়েছেন
- বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে
- ৭৮৬ কোটি থেকে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট
- ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে কাটা ৫০ হাজার টাকা
- এনবিআরকে আয় করতে হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা
- রেকর্ড ঘাটতি নিয়ে আসছে ৬ লাখ ৭৮ কোটি টাকার বিশাল বাজেট
- এবারও সংক্ষিপ্ত সময়ে বাজেট উপস্থাপন, ছিল না উৎসবের আমেজ
- ১০০ টাকা বেশি পাবেন প্রতিবন্ধীরা, উপকারভোগী বাড়ছে সাড়ে ৩ লাখ
- নিয়ন্ত্রণে রাখতে হবে মূল্যস্ফীতি, ঠান্ডা রাখতে হবে মার্কিন ডলারের বাজার
সারাবাংলা/আরএফ/টিআর