Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী অর্থবছরে মাথাপিছু আয় হবে ৩০০৭ ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ২২:৪২

ঢাকা: আগামী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় তিন হাজার সাত মার্কিন ডলার হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (বৃহস্পতিবার) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটি উপস্থাপনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ পার করছে অভাবনীয় এক সোনালী অধ্যায়। বাংলাদেশ পরিণত হয়েছে শান্তি, প্রগতি আর সম্প্রীতির এক মিলনমেলায়। একের পর এক রচিত হচ্ছে উন্নয়নের সাফল্যগাঁথা। বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়ন স্বপ্নদ্রষ্টা।’

তিনি বলেন, ‘মাথাপিছু আয় ২০০৫-২০০৬ অর্থবছরে ৫৪৩ মার্কিন ডলার হতে বৃদ্ধি পেয়ে বর্তমানে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

২০২২-২৩ অর্থবছরের বাজেট ৩০০৭ মার্কিন ডলার মাথাপিছু আয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর