লক্ষ্যের সঙ্গে বাজেটের পদক্ষেপ পর্যাপ্ত নয়: সিপিডি
৯ জুন ২০২২ ২২:২৫ | আপডেট: ৯ জুন ২০২২ ২৩:০২
ঢাকা: প্রস্তাবিত ২০২০-২৩ অর্থবছরের বাজেটে যেসব লক্ষ্য ধরা হয়েছে তা পূরণে পর্যাপ্ত পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার পর পলিসি ডায়লগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও বাজেটে পর্যাপ্ত পদক্ষেপ নেই। একইসঙ্গে পাচার হওয়া অর্থ কর দিয়ে বিনা প্রশ্নে দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে অনৈতিক বলছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটি এমন মন্তব্য করেছে। সংগঠনটির পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেটজুড়ে মূল্যস্ফীতি শব্দটি বহুবার এসেছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, মূল্যস্ফীতি সংক্রান্ত যে পদক্ষেগুলো নেওয়া হয়েছে, সেগুলো একেবারেই পর্যাপ্ত নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে আমরা কর উঠিয়ে দেওয়ার প্রস্তাবের কথা সম্প্রতি বলেছিলাম। অল্প কিছু পণ্যের ওপর কর উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো পর্যাপ্ত নয়। এর বাইরেও নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য মানুষকে ভোগ করতে হয়। বাজেটে দেখা গেল, গম ছাড়া আর কোনো পণ্য ছাড় পাচ্ছে না। আমরা বলেছিলাম চাল, চিনিসহ অন্যান্য পণ্যের ওপর কর ছাড় দিতে।’
আরও পড়ুন-
- একনজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট
- বাজেট বক্তৃতায় ‘ফিনিক্স পাখি’র গল্প শোনালেন অর্থমন্ত্রী
- জাতির পিতার সোনার বাংলার সুবর্ণরেখা স্পর্শ করার প্রত্যয়
- অর্থবছরের জন্য ৬ চ্যালেঞ্জ, বাজেটে উত্তরণে প্রত্যয়ী অর্থমন্ত্রী
- আগামী অর্থবছরই হবে মহামারির প্রভাব কাটিয়ে ওঠার শেষ বছর
তিনি বলেন, ‘ব্যক্তি খাতে নূন্যতম আয়করের সীমা আমরা সাড়ে তিন লাখ টাকা করতে বলেছিলাম। কিন্তু সেই সীমা তিন লাখই রয়ে গেছে। বেতনের বাইরে যেমন সুযোগ-সুবিধা থাকে, যাতায়াত বা বাড়ি ভাড়ার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এটা তো একেবারে দরিদ্র জনগোষ্ঠীর জন্য করা হয়নি।’
তিনি আরও বলেন,‘জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকি চালিয়ে যেতে হবে। ভর্তুকির হিসাব আমরা পুরোপুরি পাইনি। কৃষিতে ভর্তুকি ১২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার কোটি টাকা করার একটি হিসাব দেখছি। গ্যাস ও বিদ্যুতের ক্ষেত্রে বলা হয়েছে, দাম ক্রমান্বয়ে সমন্বয় করা হবে। অর্থাৎ, ভবিষ্যতে এগুলোর দাম বাড়ানো হবে। কিন্তু এই সময়ে দাম বাড়ালে জনগণের ওপর চাপ পড়বে।’
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা। সিপিডি মনে করছে, এই বরাদ্দ অপ্রতুল। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা গতবারের রিজার্ভ বাজেটের বরাদ্দের চেয়ে কম, প্রকৃত বাজেটের চেয়ে আরও অনেক বেশি কম। সামাজিক সুরক্ষা খাতে জিডিপির ২ দশমিক ৫৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। অথচ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সেটি ছিল ২ দশমিক ৮ শতাংশ। পরিমাণগত ও আনুপাতিক পরিমাণেও কমানো হয়েছে। খোলা বাজারে বিক্রির পরিমাণ কমানো হয়েছে। সামাজিক নিরাপত্তার অনেকগুলো প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে। এটি একেবারেই কাম্য নয়।
ফাহমিদা খাতুন বলেন, কর আহরণের ক্ষেত্রে নতুন তেমন কোনো উদ্যোগ দেখিনি। বরং আমরা দেখলাম, নিম্ন আয়ের মানুষের চেয়ে উচ্চ আয়ের মানুষকে বেশি ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
- সংসদে অর্থমন্ত্রী, হাতে ব্রিফকেস
- ‘বাজেট গরিববান্ধব, ব্যবসাবান্ধব ও গণমুখী’
- এবারের বাজেট লুটপাটের হিসাব মাত্র: ফখরুল
- দেশের বাজারে ল্যাপটপ-কম্পিউটারের দাম বাড়বে
- মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
- কর দিলে বৈধ হবে পাচার করা টাকা, কেউ প্রশ্ন তুলতে পারবেন না
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগকে অনৈতিক আখ্যা দিয়ে সিপিডি বলছে, বিদেশ থেকে টাকা আনার ব্যাপারে বিভিন্ন কর ছাড়ের কথা বলা হয়েছে। এটি একেবারেই অনৈতিক। এটি বাস্তবায়ন হওয়ার মতো না, বাস্তবায়ন হয়ও না। এই ধরনের পদক্ষেপ অনৈতিক। প্রথমে আমরা সুযোগ করে দেবো মানুষকে অনৈতিক পথে আয় করার কিংবা সম্পদ অর্জন করার, পরে সেগুলোকে বিভিন্ন কর ছাড়ের মাধ্যমে দেশে আসার সুযোগ দেওয়া সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।
সিপিডির ফাহমিদা খাতুন বলেন, আমদানি ব্যয় কমাতে আমদানির বিকল্প শিল্পকে প্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেটে। সেটি কিন্তু ভালো উদ্যোগ। এটি হয়তো কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, টাকার বিনিময় হার স্থিতিশীল করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে আনার কথা বলেছেন। কিন্তু সেখানে আমরা পরিষ্কার কোনো নির্দেশনা বা পদক্ষেপ দেখিনি।
সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রচলন করার কথা বলা হয়েছে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। কিন্তু এই এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে অর্থমন্ত্রী সুনির্দিষ্ট কোনো গাইডলাইন বা সুস্পষ্ট পদক্ষেপ তুলে ধরেননি বলে সমালোচনা করছে সিপিডি।
সব মিলিয়ে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অসম্পূর্ণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় অপর্যাপ্ত বলে আখ্যা দিয়েছেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, সামগ্রিকভাবে যদি বলি— যে লক্ষ্যে এই বাজেটটি তৈরি করা হয়েছে, সেই লক্ষ্যগুলো হয়তো ঠিক। কিন্তু সেই লক্ষ্যগুলো পূরণে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো অপরিপূর্ণ, নীতি কৌশলের পথনির্দেশনা প্রণয়নের ক্ষেত্রে সেগুলো অসম্পূর্ণ এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় অপর্যাপ্ত।
আরও পড়ুন-
- লিফটের দাম বাড়বে
- শিক্ষায় বরাদ্দ বাড়ছে
- বাড়ছে সিগারেটের দাম
- দাম কমবে যেসব পণ্যের
- দাম বাড়ছে যেসব পণ্যের
- বিদেশি পাখির দাম বাড়বে
- সোনার দাম কমাচ্ছে সরকার
- সোলার প্যানেলের দাম বাড়বে
- বাড়বে বিলাসবহুল গাড়ির দাম
- ইলেকট্রিক মোটরের দাম বাড়বে
- করমুক্ত আয় থাকছে ৩ লাখ টাকাই
- দাম বাড়বে দেশি-বিদেশি মোবাইলের
- তথ্য ও সংস্কৃতিতে বরাদ্দ অল্পই বেড়েছে
- অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বাড়বে
- প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশই থাকছে
- কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমছে
- দ্বিগুণের বেশি বরাদ্দ পাচ্ছে গরিব-মেধাবী শিক্ষার্থীরা
- স্বাস্থ্যখাতে ৪ হাজার ১৩২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
- সার্বজনীন পেনশন চালুর ঘোষণা
- নন-কটন রফতানিতে প্রণোদনা চাই
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৭ শতাংশ
- এই বাজেট উচ্চাভিলাষী: জি এম কাদের
- ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ভাড়া বাড়ছে
- কৃষিখাত ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ
- ময়দা আমদানিতে কমছে শুল্ক, কমতে পারে দাম
- বাজেটে শিল্প কারখানার দিকে বেশি নজর দিতে হবে
- পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে না
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি দিলে কর ছাড়
- ২৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল আমদানিতে শুল্ক আরোপ
- তৈরি পোশাকের মতোই কর সুবিধা পাবে রফতানিমুখী কারখানা
- উপকারভোগী নারী-শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৫৪ হাজারে
- জননিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে দেড় হাজার কোটি টাকা
- সফটওয়্যার ও আইটিএস খাতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি রাখতে হব
- স্টার্টআপের জন্য বাজেটে ছাড়
- রাজস্ব আহরণে বেশি জোর দিতে হবে
- বৃহস্পতিবার বাজেট পেশ— একটি রেওয়াজ
- আরও উৎসাহ পাবে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং
- কোন সরকার ও অর্থমন্ত্রী কয়টি বাজেট দিয়েছেন
- বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে
- ৭৮৬ কোটি থেকে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট
- ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে কাটা ৫০ হাজার টাকা
- এনবিআরকে আয় করতে হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা
- রেকর্ড ঘাটতি নিয়ে আসছে ৬ লাখ ৭৮ কোটি টাকার বিশাল বাজেট
- এবারও সংক্ষিপ্ত সময়ে বাজেট উপস্থাপন, ছিল না উৎসবের আমেজ
- ১০০ টাকা বেশি পাবেন প্রতিবন্ধীরা, উপকারভোগী বাড়ছে সাড়ে ৩ লাখ
- নিয়ন্ত্রণে রাখতে হবে মূল্যস্ফীতি, ঠান্ডা রাখতে হবে মার্কিন ডলারের বাজার
সারাবাংলা/ইএইচটি/টিআর
২০২২-২৩ অর্থবছরের বাজেট বাজেট প্রতিক্রিয়া সিপিডির প্রতিক্রিয়া সেন্টার ফর পলিসি ডায়ালগ