Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ আমিরাতে ইসরাইলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২২ ২০:৫৯

হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বৃহস্পতিবার (৯ জুন) তিনি এমন এক সময় সেখানে গেলেন যখন ইরানের সঙ্গে নিউক্লিয়ার অস্ত্র নিয়ে ২০১৫ সালে হওয়া চুক্তিটি নতুন করে বাস্তবায়নে তোড়জোড় বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো।

এর আগে, ২০২০ সালে আব্রাহাম অ্যাকোর্ডের মাধ্যমে আরব আমিরাতের সঙ্গে প্রকাশ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরাইল। এ নিয়ে দ্বিতীয়বারের আরব আমিরাত সফরে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

বিজ্ঞাপন

ইসরাইলের এক সরকারি ভিডিওবার্তায় বলা হয়েছে, নাফতালি বেনেট আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাত করবেন। তাদের মধ্যে বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে ইরান ইস্যু প্রাধান্য পাবে। আরব আমিরাতের উদ্দেশে রওনা দেওয়ার আগে ওই ভিডিও প্রকাশ করেন নাফতালি বেনেট।

ওই ভিডিওতে তিনি আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সির বৈঠকে অংশ নেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান এবং পারমাণবিক কার্যক্রম চালানোর জন্য ইরানের সমালোচনা করে।

এদিকে, আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরিনিয়ামের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। ওই চুক্তির শর্ত অনুযায়ী তারা ইউরিনিয়ামের পরিমাণ বাড়ানোর কাজ বন্ধ করে দেয়। এর বদলে পশ্চিমারা ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেয়।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসেন এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ওই অঞ্চলে হামলা ও উত্তেজনা বেড়ে যায়। ২০১৫ সালেও ওই চুক্তির বিরোধীতা করেছিল ইসরাইল। তারা চায় ইরানের পারমাণবিক অস্ত্রের ওপর কঠোর বিধি নিষেধ।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

নাফতালি বেনেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর