Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট গতানুগতিক, সংকট আরও বাড়বে: নাগরিক ঐক্য

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ২০:৫৪

ঢাকা: ‘করোনার মত বিশেষ একটা সময় যখন একেবারে ভিন্ন চিন্তার ভিন্ন কাঠামোর বাজেট দেওয়ার কথা ছিল, তখনও আমরা আগের সব বাজেটের গতানুগতিক ধারাবাহিকতাই দেখেছি। এছাড়া অত্যাবশ্যক পণ্য এমনকি ট্রেন ভ্রমণের ওপর ভ্যাট আরোপ করে সাধারণ মানুষের জীবনে সংকট আরও বাড়ানো হচ্ছে। এই সংকট আরও বাড়বে।’

বৃহস্পতিবার (৯ জুন) বাজেট পেশ শেষে জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় নাগরিক ঐক্য নেতারা এই প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

প্রতিক্রিয়ায় বলা হয়, বর্তমানে দেশ যখন সামষ্টিক অর্থনীতির একটা বড় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছে তখনও গতানুগতিকতার বাইরে আলাদা কিছু হয়নি। সরকারের চরম অপ্রতুল পদক্ষেপের কারণে করোনার অভিঘাত সামলে উঠতে পারেনি দেশ। দেশের মূল্যস্ফীতি এখন সরকারের হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি। ডলারের বিপরীতে টাকা তার মূল্য হারাচ্ছে। এই মূল্যস্ফীতি অদূর ভবিষ্যতে আরও ভয়ংকর পর্যায়ে যাবে।

প্রতি বছর গড়ে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ কোটি টাকা বিদেশে টাকা পাচারের কারণে দেশের রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে। ওদিকে বিদেশি ঋণনির্ভর কিছু প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হয়ে ঋণ পরিশোধ করা শুরু হয়েছে এবং সামনের দিনগুলোতে এটা আরও বাড়বে। অথচ সরকার ন্যায্য খরচের তুলনায় কয়েক গুণ বেশি ব্যয় করে একের পর এক বিদেশি ঋণনির্ভর অপ্রয়োজনীয় প্রকল্প নিচ্ছে তাদের নিজেদের লুটপাটের সুবিধার জন্য।

এই অর্থনৈতিক প্রেক্ষাপটে কয়েকটি বিলাসী পণ্যের ওপরে শুল্ক বাড়িয়ে সেগুলোর আমদানি নিরুৎসাহিত করার চাইতে বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি। আবার ল্যাপটপ, স্মার্টফোনের মত অত্যাবশ্যকীয় পণ্যের ওপরে শুল্ক বাড়ানো দেশের শিক্ষার্থী এবং তরুণদের শিক্ষা এবং ডিজিটাল দক্ষতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াবে। এছাড়াও রেফ্রিজারেটর/ফ্রিজ এবং এলপিজি সিলিন্ডারের মত অত্যাবশ্যক পণ্য এমনকি ট্রেন ভ্রমণের ওপর ভ্যাট আরোপ করে সাধারণ মানুষের জীবনে সংকট আরও বাড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

টাকা পাচার নিয়ন্ত্রণ এর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ বাজেটে নেই। এটা করা না গেলে কিছু পণ্যে শুল্ক বাড়িয়ে আমদানি কিছুটা কমিয়ে রিজার্ভ ঠিক রাখা যাবে না কোনোভাবেই।

নাগরিক ঐক্যের নেতারা বলেন, ‘লুটপাটের টাকার সংস্থান করতে সরকার এবার হাত বাড়িয়েছে সাধারণ মানুষের সঞ্চয়ের দিকে। সার্বজনীন পেনশনের নামে মানুষের কাছ থেকে অতি দীর্ঘ মেয়াদে টাকা নিয়ে সেটার নয় ছয় শুরু হবে এই বছর থেকে।’ সম্প্রতি শ্রীলংকার চরম অর্থনৈতিক সংকটের উদাহরণ সামনে রেখেও সরকার সেখান থেকে মোটেও কিছু শেখেনি বলেও মন্তব্য করেন তারা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

গতানুগতিক জাতীয় বাজেট নাগরিক ঐক্য বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর