আরও উৎসাহ পাবে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং
৯ জুন ২০২২ ১৯:৩১ | আপডেট: ৯ জুন ২০২২ ২০:৩০
ঢাকা: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং’কে আরও উৎসাহ দেওয়ার প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে বেশকিছু সুবিধা দেওয়া প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত নতুন বাজেটে।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য তুলে ধরেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস রফতানি বাণিজ্য। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে রফতানি বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জিডিপি’তে রফতানি খাতের অবদান বাড়ানোর লক্ষ্যে গত অর্থবছরে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ও সেবাকে দীর্ঘ মেয়াদি কর প্রণোদনা প্রদান করা হয়েছিল।
মন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, এরই ধারাবাহিকতায় ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যে রফতানির নতুন ক্ষেত্র তৈরি এবং পণ্যের বৈচিত্র্যকরণ ও নতুন বাজার তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়াও আধুনিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পণ্যের পাশাপাশি সেবা রফতানিকে প্রাধান্য দিতে হবে। এ উদ্যোগের অংশ হিসেবে সেবা রফতানিকে রফতানি হিসেবে সংজ্ঞায়িত করার প্রস্তাব করছি।
মুস্তফা কামাল বলেন, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কর্তৃক বহির্বিশ্বে সেবা প্রদানের বিপরীতে বৈদেশিক মুদ্রায় ব্যাংকিং চ্যানেলে আনীত আয়কে ২০৩০ সাল পর্যন্ত করমুক্ত করার প্রস্তাব করছি। এসব প্রস্তাব গৃহীত হলে সেবা রফতানি খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সম্ভামনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এর আগে, চলতি অর্থবছরে ‘মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং’য়ে কর প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-
- সংসদে অর্থমন্ত্রী, হাতে ব্রিফকেস
- একনজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট
- ‘বাজেট গরিববান্ধব, ব্যবসাবান্ধব ও গণমুখী’
- এবারের বাজেট লুটপাটের হিসাব মাত্র: ফখরুল
- দেশের বাজারে ল্যাপটপ-কম্পিউটারের দাম বাড়বে
- বাজেট বক্তৃতায় ‘ফিনিক্স পাখি’র গল্প শোনালেন অর্থমন্ত্রী
- জাতির পিতার সোনার বাংলার সুবর্ণরেখা স্পর্শ করার প্রত্যয়
- মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
- ‘আগামী অর্থবছর হবে মহামারির প্রভাব কাটিয়ে ওঠার শেষ বছর’
- কর দিলে বৈধ হবে পাচার করা টাকা, কেউ প্রশ্ন তুলতে পারবেন না
এর আগে, বিকেল ৩টায় অধিবেশন শুরু হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানান। অর্থমন্ত্রী সংসদে উপস্থিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এই বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনা করেন। রাষ্ট্রপতি অনুমতি দিলে অর্থমন্ত্রী এই বাজেট উপস্থাপন শুরু করেন।
এর আগে, দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
আরও পড়ুন-
- শিক্ষায় বরাদ্দ বাড়ছে
- বাড়ছে সিগারেটের দাম
- দাম কমবে যেসব পণ্যের
- দাম বাড়ছে যেসব পণ্যের
- সোনার দাম কমাচ্ছে সরকার
- সোলার প্যানেলের দাম বাড়বে
- ইলেকট্রিক মোটরের দাম বাড়বে
- করমুক্ত আয় থাকছে ৩ লাখ টাকাই
- দাম বাড়বে দেশি-বিদেশি মোবাইলের
- তথ্য ও সংস্কৃতিতে বরাদ্দ অল্পই বেড়েছে
- অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বাড়বে
- প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশই থাকছে
- কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমছে
- দ্বিগুণের বেশি বরাদ্দ পাচ্ছে গরিব-মেধাবী শিক্ষার্থীরা
- স্বাস্থ্যখাতে ৪ হাজার ১৩২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
- লিফটের দাম বাড়বে
- বিদেশি পাখির দাম বাড়বে
- মূল্যস্ফীতির লক্ষ্য ৬ এর নিচে
- বাড়বে বিলাসবহুল গাড়ির দাম
- সার্বজনীন পেনশন চালুর ঘোষণা
- নন-কটন রফতানিতে প্রণোদনা চাই
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৭ শতাংশ
- ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ভাড়া বাড়ছে
- কৃষিখাত ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ
- ময়দা আমদানিতে কমছে শুল্ক, কমতে পারে দাম
- বাজেটে শিল্প কারখানার দিকে বেশি নজর দিতে হবে
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি দিলে কর ছাড়
- এনবিআরকে আয় করতে হবে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা
- ২৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল আমদানিতে শুল্ক আরোপ
- উপকারভোগী নারী-শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৫৪ হাজারে
- জননিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে দেড় হাজার কোটি টাকা
- সফটওয়্যার ও আইটিএস খাতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি রাখতে হবে
- রাজস্ব আহরণে বেশি জোর দিতে হবে
- বৃহস্পতিবার বাজেট পেশ— একটি রেওয়াজ
- কোন সরকার ও অর্থমন্ত্রী কয়টি বাজেট দিয়েছেন
- বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে
- ৭৮৬ কোটি থেকে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট
- ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে কাটা ৫০ হাজার টাকা
- নিয়ন্ত্রণে রাখতে হবে মূল্যস্ফীতি, ঠান্ডা রাখতে হবে ডলারের বাজার
- রেকর্ড ঘাটতি নিয়ে আসছে ৬ লাখ ৭৮ কোটি টাকার বিশাল বাজেট
সারাবাংলা/ইএইচটি/টিআর
২০২২-২৩ অর্থবছরের বাজেট বাজেট ২০২২-২৩ মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডি