এবারের বাজেট লুটপাটের হিসাব মাত্র: মির্জা ফখরুল
৯ জুন ২০২২ ১৮:২৯ | আপডেট: ৯ জুন ২০২২ ১৮:৫৪
ঢাকা: প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের হিসাব’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্ভুক্ত কাফরুল থানা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিক্রিয়া দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, কথা বলেছি। কিন্তু এবার প্রতিক্রিয়া দিতে চাই না। কোন বাজেটের প্রতিক্রিয়া দেব? কার বাজেট? কারা এই বাজেট করছে? যারা জনগণের প্রতিনিধি নয়, যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই, যারা সমস্ত বাজেট প্রস্তুত করেছে শুধুমাত্র লুটপাটের জন্য। তাদের বাজেটের কী প্রতিক্রিয়া দেব?’
তিনি বলেন, ‘কী করে আরও লুটপাট করবে, তার একটা হিসাব তৈরি করেছে তারা। ৬ লাখ ৭০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে… ওখান থেকে কত টাকা লুট করবে, তার একটা হিসাব মাত্র।’
উল্লেখ্য, এদিন বিকেলে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেট। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
সারাবাংলা/এজেড/পিটিএম