Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৭:১৪

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়ায় সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (২৪) নামে বিস্কুট কারখানার এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন একই উপজেলার লোকনাথপুর গ্রামের শাহাবুল হোসেনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামে মায়ের দোয়া বেকারি ( বিস্কুট কারখানা) থেকে মোটরসাইকেলযোগে শামীম তার বাড়ি লোকনাথপুর গ্রামে যাচ্ছিল। এসময় জয়রামপুর শেখপাড়ায় পৌঁছালে সে তার চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর আছড়ে পড়ে। ওই সময় বিপরীত দিক থেকে আসা বায়ো ফার্মা ওষুধ কোম্পানির ( ঢাকা মেট্রো ম ৫৪-১৯২১) একটি ক্যাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরিন আক্তার জানান, হাসপাতালে নেওয়ার আগেই শামীম মারা যান। তার মাথায় প্রচণ্ড আঘাত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

দামুড়হুদা মডেল থানার কর্তব্যরত পুলিশ উপ পরিদর্শক দিদার জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশটি পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে এবং কাভার্ডভ্যান চালক হামিদুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর