Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশই থাকছে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৭:৩৩

ঢাকা: প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রবাসী আয়ের প্রণোদনা আড়াই শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য তুলে ধরেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বৈধ পথে পাঠানো প্রবাসী আয়র উপর প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে প্রথমবারের মতো রেমিট্যান্সের বিপরীতে ২ শতাংশ হারে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার। চলতি বছরের শুরুতে প্রণোদনা আড়াই শতাংশে উন্নীত করা হয়। বাজেটে এ হারই বজায় থাকছে।

আরও পড়ুন-

প্রসঙ্গত, ডলারের মূল্যবৃদ্ধির কারণে অর্থনীতিবিদদের কেউ কেউ রেমিট্যান্সের উপর থেকে প্রণোদনা কমানোর পক্ষে মত দেন। আবার কেউ প্রণোদনা অব্যাহত রাখার কথা বলেছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইএইচটি/আইই

২০২২-২৩ অর্থবছরের বাজেট জাতীয় বাজেট প্রবাসী আয় বাজেট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর