Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের প্রথম শ্রেণির টিকিটে ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৬:৪৭ | আপডেট: ৯ জুন ২০২২ ১৬:৫১

ঢাকা: ২০২২-২৩ অর্থ বছরে ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই প্রস্তাব পাস হলে টিকিটে একশ টাকায় দাম বাড়বে ১৫ টাকা। অর্থাৎ, এক হাজার টাকার টিকিটের দাম হবে ১ হাজার ১১৫ টাকা।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সার্ভিসের পাশাপাশি প্রথম শ্রেণির রেলওয়ে সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি।

তিনি বলেন, এর ফলে এসি টিকিটের পাশাপাশি ট্রেনের চেয়ার কোচের টিকিটেও যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এর আগে, ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ছিল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।

সারাবাংলা/টিএস/এনএস

২০২২-২৩ অর্থবছরের বাজেট ট্রেনের ভাড়া

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর