Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিন গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৫:৪১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (৯ জুন) দুপুরে দেওভোগ আখড়ায় রবি সাধুর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলী রানী, দীপক ঘোষের স্ত্রী মনি রানী ও নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির কলাপসিবল গেট বিদ্যুতায়িত হয়। এ সময় বিমলা রানী জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কারের করতে গেলে কলাপসিবল স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে আরও দুই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে মারা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। পরিবারের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/একে

নারায়ণগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর