ট্রাকের পেছেনে পিকআপের ধাক্কা, নিহত ৩
৯ জুন ২০২২ ১৫:০৪ | আপডেট: ৯ জুন ২০২২ ১৫:০৬
ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ এ তথ্য জানান। নিহতরা হলেন— পিকআপ চালক পাবনার বিল্লাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জের খোকন মিয়া (৩০)।
এ বিষয়ে কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম দিয়ে বরিশাল যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে একই সড়কে একটি বালি ভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনা স্থলেই নিহত হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। আর হাসপাতালে আসার পথে আরও একজন মারা গেছেন। ফায়ার সার্ভিস তাদের মৃত অবস্থায় এনেছে।
সারাবাংলা/এনএস