‘রুশ বাহিনীর নিয়ন্ত্রণে সেভেরোডোনেটস্ক’
আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২২ ০৯:১১ | আপডেট: ৯ জুন ২০২২ ১১:৪৩
৯ জুন ২০২২ ০৯:১১ | আপডেট: ৯ জুন ২০২২ ১১:৪৩
ইউক্রেনের লুহানস্কের সেভেরোডোনেটস্ক শহরটি এখন অত্যন্ত ‘কঠোরভাবে’রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর সেরহি হাইদাই। প্রচণ্ড লড়াইয়ের পর শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। খবর আলজাজিরা।
এদিকে পার্শ্ববর্তী আরেক শহর লাইসিচানস্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। গভর্নর সেরহি হাইদাই টেলিগ্রাম’কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রুশ বাহিনী ‘সেভেরোডোনেটস্কের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে শিল্প অঞ্চলটি এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে কোনো রাশিয়ান নেই। শহরের ভিতরে রাস্তায় শুধু লড়াই চলছে।’
রাশিয়ার হামলা শুরু করার আগে সেভেরোডোনেটস্কের জনসংখ্যা ছিল প্রায় এক লাখ। আর লুহানস্ক প্রদেশে লাইসিচানস্ক শহরটি রুশ বাহিনীর সঙ্গে লড়াই চলছে।
সারাবাংলা/এনএস