কুসিক নির্বাচনে এমপি বাহারকে দেওয়া ইসির চিঠি নিয়ে রুল
৯ জুন ২০২২ ০০:৩৪ | আপডেট: ৯ জুন ২০২২ ০৯:১৩
ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের এলাকায় অবস্থান ও নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির রিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (৮ জুন) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদ ও কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের এই রুলের ফলে সংসদ সদস্য বাহার কুসিক নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচনি এলাকায় থাকতে ও নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন তার পক্ষের এবং নির্বাচন কমিশনের আইনজীবী।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। তার সঙ্গে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, নির্বাচন কমিশন থেকে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকায় অবস্থান ও নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ না করার বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। আমরা ওই চিঠিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করি।
আরও পড়ুন- কুসিক নির্বাচন: বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির
তিনি বলেন, বুধবার এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন। রুলে নির্বাচন কমিশনের দেওয়া চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চাওয়া হয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের জারি করা ওই চিঠির বিষয়বস্তু সাব-জুডিস ম্যাটার (বিচারাধীন বিষয়) হওয়ায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই চিঠির কোনো কার্যকারিতা নেই। এ কারণে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের এলাকায় অবস্থান ও নির্বাচনি প্রচারণায় অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে আমি মনে করি।
তবে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী ইয়াসীন খান সারাবাংলাকে বলেন, কোনো বিষয়ে রুল জারি করার অর্থ ওই বিষয়ে শোকজ নোটিশ পাঠানো। ফলে ইসির চিঠির বৈধতা নিয়ে নিয়ে রুল জারি করার অর্থ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ বিধি স্থগিত বা অকার্যকর হওয়া নয়। আদালত রুল জারি করেছেন, ইসি সেই রুলের জবাব দেবে। কিন্তু সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ বিধি অনুসরণের ক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ২২ বিধিতে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব নির্বাচনি প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট ব্যক্তি তার নির্বাচনি এলাকার ভোটার হলে তিনি কেবল নিজের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন।
আরও বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনি কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগ-সুবিধাভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ব্যবহার করতে পারবেন না।
এবার কুসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। অন্যদিকে আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য।
গত ৬ জুন আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছিলেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে এই চিঠি দেওয়া হয়।
চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণার অভিযোগ করা হয়। একইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনি কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়।
এর আগে, নির্বাচন কমিশন থেকে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা না চালানোর নির্দেশনা দিয়ে সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারকে চিঠি দেওয়া হয়। পরে ওই চিঠির নির্দেশনা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে বুধবার (৮ জুন) আদালত রুল জারি করলেন।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট নেওয়া হবে। নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থী, ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯১৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬।
সারাবাংলা/কেআইএফ/টিআর
এ কে এম বাহাউদ্দিন বাহার এমপি বাহাউদ্দিন বাহার কুমিল্লা সিটি নির্বাচন কুসিক নির্বাচন টপ নিউজ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হাইকোর্টের রুল