প্রাথমিকে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময় বেড়েছে
৮ জুন ২০২২ ২৩:১৩ | আপডেট: ৯ জুন ২০২২ ০০:৫৮
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে। ২৩ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী পরীক্ষাটি ১২ জুন নেওয়া হবে।
মঙ্গলবার (৭ জুন) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১১ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফলাফল গত ১২ মে প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, স্থায়ী ঠিকানার পক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে গত ২৩ মে’র মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এ সময়সীমা আগামী ১১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রথম দফায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুন থেকে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদফতর, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
গত ২২ এপ্রিল প্রথম ধাপে ঢাকাসহ ২২ জেলার বিভিন্ন উপজেলায় পরীক্ষা হয়। এর মধ্যে ১৪ জেলার সব উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এসব জেলার মধ্যে ছিল চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাট।
বাকি আট জেলার কিছু উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এসব জেলা হলো সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।
সারাবাংলা/টিএস/টিআর