এবার ডলারের দাম কমল ৫০ পয়সা
স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ২১:৫৪ | আপডেট: ৯ জুন ২০২২ ০০:৪০
৮ জুন ২০২২ ২১:৫৪ | আপডেট: ৯ জুন ২০২২ ০০:৪০
ঢাকা: টানা ঊর্ধ্বমুখীর পর এবার কমতে শুরু করেছে ডলারের দাম। প্রতি ডলারের দাম ৯২ টাকা থেকে ৫০ পয়সা কমে ৯১ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে।
বুধবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার বিক্রি করেছে ৯১ টাকা ৫০ পয়সা করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার বাংলাদেশ ব্যাংক ৯১ টাকা ৫০ পয়সা করে ১৩৫ কোটি ডলার বিক্রি করেছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এই পরিমাণ ডলার বিক্রি করা হয়।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে টাকার বিপরীতে ডলারের দাম অব্যাহতভাবে বাড়ছিল। চলতি জুন মাসে টানা চারদিন টাকার বিপরীতে ডলারের দাম বাড়ে ৩ টাকা ৪৫ পয়সা বৃদ্ধি পায়। সব মিলিয়ে চলতি অর্থবছর ডলারের দাম বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ।
সারাবাংলা/জিএস/পিটিএম