Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনুসন্ধানী সাংবাদিকতা’র প্রশিক্ষণ পেল ডিআরইউ সদস্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ২১:৪৫

ঢাকা: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের ‘অনুসন্ধানী সাংবাদিকতা’বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

বুধবার (৮ জুন) রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মো. মারুফ নাওয়াজ। বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশি. প্রকৌ.) মো. নজরুল ইসলাম। কর্মশালা সমন্বয় করেন ডিআরইউ’র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

প্রধান আলোচক মনজুরুল আহসান বুলবুলের আলোচনায় অনুসন্ধানী সাংবাদিকতা কী এবং এর গুরুত্ব ও প্রতিবন্ধকতার বিভিন্ন বিষয় উঠে আসে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫৫ জন ডিআরইউ সদস্য এ কর্মশালায় অংশ নেন।

আগামীতেও সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সময় উপযোগী আরও বিভিন্ন বিষয় নিয়ে ডিআরইউ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কাজ করবে বলে জানান তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

সারাবাংলা/জিএস/পিটিএম

অনুসন্ধানী সাংবাদিকতা ডিআরইউ প্রশিক্ষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর