বি এম ডিপো থেকে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার
৮ জুন ২০২২ ২১:৩০ | আপডেট: ৮ জুন ২০২২ ২৩:১৯
চট্টগ্রাম ব্যুরো: সীতাকুণ্ডের বি এম কনটেইনার ডিপো থেকে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার চারদিন পর বুধবার (৮ জুন) সন্ধ্যায় ডিপোর ভেতর থেকে দুইজনের দেহাবশেষ উদ্ধারের পর সেগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম জানান, ডিপো ভেতর থেকে দুইজনের দেহাবশেষ পেয়েছে ফায়ার সার্ভিস। আগেরদিন যেখানে দুইজনের দেহের বিভিন্ন অংশ পাওয়া গিয়েছিল তার থেকে ভিন্ন জায়গায় এসব পাওয়া গেছে। সেকারণে মনে হচ্ছে এ দুটি দেহাবশেষ পৃথক মানুষের।
ওসি বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সংশ্লিষট পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।’
সীতাকুণ্ডের বি এম কনটেইনার ডিপোতে শনিবার রাতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করে বিভিন্ন সংস্থা। পরে মঙ্গলবার দুর্ঘটনাস্থল থেকে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। সন্ধ্যায় ডিপো থেকে আরও দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হলো।
সারাবাংলা/এসএন/একে