মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
৮ জুন ২০২২ ২১:২৫ | আপডেট: ৯ জুন ২০২২ ১১:৩২
ঢাকা: বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮২তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।
বুধবার (৮ জুন) সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বিএমএ প্যারেড গ্রাউন্ডে এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রথমেই আমি বাংলাদেশের সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখানে আসতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ। এখানে চমৎকার শৃঙ্খলা ও নিষ্ঠা দেখতে পেয়েছি। এখানকার ক্যাডেটরাই ভবিষ্যতে সেনা কর্মকর্তা হয়ে উঠবেন। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম কামরুল হাসান, এনডিসি, এইচডিএমসি, পিএসসি বলেন, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আজ মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এতে ক্যাডেটরা অনুপ্রাণিত হয়েছে। মিলিটারি একাডেমিতে ক্যাডেটরা যে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ নিয়ে থাকে, আজকের প্যারেড ছিল তারই পরিচায়ক। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা যে কৃতিত্ব প্রদর্শন করেন, তার সিংহভাগ কৃতিত্বের দাবিদার মিলিটারি একাডেমি। আজকের প্যারেডের মাধ্যমে সেটিই প্রতিফলিত হয়েছে।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮২তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের মোট ১৯৬ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে পুরুষ ১৮০ জন, নারী ১৬ জন। এছাড়াও কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে সাত জন ফিলিস্তিনি এবং এক জন শ্রীলংকান নাগরিক, যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।
সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. তানভীর রহিম ৮২তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ ও সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।
পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ নেন। এরপর অনুষ্ঠানে আগত নির্বাচিত অতিথি এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের মা-বাবা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাংক-ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বিএমএ’র কমান্ড্যান্ট এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশন পাওয়া অফিসারদের মা-বাবা ও অভিভাবকরা উপস্থিত থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।
সারাবাংলা/টিআর
৮২তম বিএমএ কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মিলিটারি একাডেমি রাষ্ট্রপতি কুচকাওয়াজ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত সালেম হামাদ আল-আকীল আল-নাবেত