Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের আগে ১ কোটি পরিবার পাবে টিসিবির পণ্য— সংসদে বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ২১:২৮ | আপডেট: ৮ জুন ২০২২ ২২:১৭

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পবিত্র ইদ-উল-আজহা উপলক্ষে চলতি মাসে (জুন-২০২২) সারা দেশে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার পণ্য কিনতে পারবে। প্রত্যেক পরিবার দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি এবং দুই কেজি মশুর ডাল সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। এতে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে।

বুধবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সংসদ সদস্য মোকাব্বির খান।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজসহ অন্যান্য পণ্য টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে বিক্রি করা হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। এই অধিদফতর প্রত্যেক মাসে সারাদেশে তিনশ’র বেশি বাজার পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করার লক্ষ্যে ৪২টি বাজার মনিটরিং টিম গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিদিন চারটি করে সপ্তাহে ২৮টি টিম ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

টিপু মুনশি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে টিসিবি ঢাকা মহানগরীসহ সারাদেশে তিন হাজার ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে ট্রাক সেলের মাধ্যমে খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে। বর্তমানেও ট্রাক সেলের মাধ্যমে সুলভ মূল্যে তেল, ডাল, চিনি ও পেঁয়াজসহ অন্যান্য পণ্য বিক্রি চলছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক পার্থক্য নিয়ন্ত্রণের লক্ষ্যে পাইকারি এবং খুচরা বাজারে পাকা রশিদের মাধ্যমে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কঠোরভাবে মনিটরিং করছে। এ বিষয়ে কোনো অনিয়ম পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর