Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরের আবেদা হলেন দেশসেরা প্রধান শিক্ষক

সারাবাংলা ডেস্ক
৮ জুন ২০২২ ২১:০৮

ঢাকা: দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান হলেন হাওরের আবেদা আক্তার জাহান। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ উপলক্ষে তাকে দেশের সেরা প্রতিষ্ঠানপ্রধান হিসেবে নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয়।

গত সোমবার (৬ জুন) রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তা বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিজ্ঞাপন

পরবর্তীতে জাতীয়ভিত্তিক আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশসেরা প্রতিষ্ঠানপ্রধান হিসেবে তাকে পুরস্কৃত করা হবে।

তিনি এর আগে প্রথমে উপজেলা ও পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠাপ্রধান নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের বাছাইয়েও নাম লেখান।

আবেদা আক্তার জাহান ১৯৯৬ সালের ১ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বিগত ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি হাওরাঞ্চলের ঐতিহ্যবাহী একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।

আবেদা আক্তার জাহান দেশসেরা প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একইভাবে বিভিন্নভাবে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ পেশাজীবি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানান।

এক প্রতিক্রিয়ায় আবেদা আক্তার জাহান বলেন, ‘এ সম্মাননা আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। এ প্রাপ্তি আমাকে ও আমার প্রতিষ্ঠানকে উদ্ভাসিত করেছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আবেদা আক্তার জাহান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আবদুল হক নূরুর সহধর্মিণী।

সারাবাংলা/একে

আবেদা দেশ সেরা প্রধান শিক্ষক হাওর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর