কুসিক নির্বাচন: বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির
৮ জুন ২০২২ ২০:১১ | আপডেট: ৮ জুন ২০২২ ২০:১২
ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নিচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৮ জুন) ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে কুসিক নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে নির্বাচনি এলাকার ছাড়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে, সোমবার (৬ জুন) বিকেলে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে চিঠি দেন কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
চিঠিতে বাহাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি এলাকায় অবস্থান, দলীয় কার্যালয় ও বিভিন্ন হল ব্যবহার করে মহানগর, আদর্শ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা, প্রচার-প্রচারণার অভিযোগ করা হয়। একইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনি কার্যক্রম চালানোর অভিযোগও আনা হয়।
সারাবাংলা/জিএস/পিটিএম