Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ঘটনায় প্রাণ গেল নারীর, স্বামী-সন্তান আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১৭:১২ | আপডেট: ৮ জুন ২০২২ ১৮:২১

হবিগঞ্জ: হবিগঞ্জে একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ওই নারীর স্বামী ও শিশু সন্তানসহ আরও চার জন আহত হয়েছেন।

বুধবার (৮ জুন) দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের ধল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত নারীর নাম মাসুমা বেগম সদর উপজেলার মির্জাপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী। তিনি গৃহবধূ ছিলেন।

দুর্ঘটনার তথ্য জানিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বুধবার দুপুরে লাখাই থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্বামী-সন্তানকে নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে ধল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এসময় মাসুমা, তার স্বামী ও সন্তানসহ পাঁচ জন আহত হন।

ওসি বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক মাসুমা বেগমকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে ‍পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সারাবাংলা/টিআর

ট্রাক-সিএনজি মুখোমুখি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর