Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৭ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন ২০২২ ১৭:৩১

ইরানের পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৭ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, বুধবার (৮ জুন) দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। মরুভূমি শহর তাবাসের কাছে কিলা সাইফুল্লাহ জেলায় ভোরের অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে।

বিজ্ঞাপন

ওই জেলার ডেপুটি প্রশাসক মোহাম্মদ কাসিম বলেন, উদ্ধারকারীরা মৃতদেহগুলোকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রেললাইনের কাছে একটি খনন যন্ত্রের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। মেরামত প্রকল্পের কাজের জন্য ওই খনন যন্ত্রটি সেখানে ছিল।

উল্লেখ্য যে, ইরানের সড়কে প্রতি বছর ১৭ হাজারের বেশি মৃত্যু হয়। ট্রাফিক আইন, অনিরাপদ যানবাহন এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার জন্য এই বিশাল প্রাণহানি হয়ে থাকে।

সারাবাংলা/আইই

ইরান ইরান ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর