৮৬ ঘণ্টা পর নিভল বিএম কনটেইনার ডিপোর আগুন
৮ জুন ২০২২ ১৫:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ৮৬ ঘণ্টা পর নিভেছে।
বুধবার (৮ জুন) সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফট্যানেন্ট কর্নেল মো. আরিফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোনো আগুন নেই। আগুন আর জ্বলছে না। শুধু ধোঁয়া বের হচ্ছে। কনটেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। সেখানে আর কোনো মরদেহ পাইনি। কিন্তু আপনারা দেখেছেন একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এর নিচে আর কোথাও কিছু আছে কি না তা এখনই বলা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘ডিপোতে ৪ হাজার চারশ’র মত কনটেইনার ছিল। তার মধ্যে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি তাতে ৪০০ কনটেইনার ধ্বংস হয়েছে।’
আগুন যাতে আর না বাড়ে এবং আর কোনো বিস্ফোরণ না ঘটে সে লক্ষ্যে শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করে কাজ করছিলেন বলে জানান এই সেনা কর্মকর্তা।
আরিফুল ইসলাম জানান, রোববার সকাল থেকে ডিপোর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা সদস্যরা। আগুন লাগার ২৪ ঘণ্টার মধ্যে আগুন বিপদসীমার নিচে এবং ৪৮ ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে একদম নিভে যেতে সময় লাগলো ৮৬ ঘণ্টা।
শনিবার রাতে লাগা এ আগুনে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছে। দেহাবশেষ উদ্ধার হয়েছে ২টি। আহতের সংখ্যা দুই শতাধিক। কনটেইনার পুড়েছে ৪০০।
সারাবাংলা/এসএন/পিটিএম