Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনার সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে পানি


৮ জুন ২০২২ ১৪:৩৪

যমুনা নদীর পানি বাড়ছে, ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি বাড়ছে সিরাজগঞ্জ পয়েন্টে। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের জারি করা বন্যা সতর্কবার্তা অনুযায়ী সংস্কার করা হচ্ছে নদী তীরের সংরক্ষণ বাঁধগুলো।

গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার (৮ জুন) সকালে বিপদসীমার ২ দশমিক ২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার (পানি পরিমাপক) মো. হাসানুর রহমান জানান, আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী যমুনার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিমের জারি করা সতর্কবার্তায় চলতি জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কা করে গত ৫ জুনের মধ্যে তীরবর্তী ও নিম্নাঞ্চলে সংগ্রহযোগ্য ফসল তোলার কাজ শেষ করার কথা বলা হয়। একইসঙ্গে বেরিবাঁধ এবং তীররক্ষা বাঁধ ধ্বসে বা প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।

নির্দেশনা মেনে অধিকাংশ এলাকার ফসল সংগ্রহ করে ঘড়ে তুলেছেনে কৃষকেরা। এদিকে শহর রক্ষা বাঁধের দুর্বল অংশে দ্রুত সংস্কার কাজ শেষ করতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

টপ নিউজ যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর