খুলনা থেকে নিখোঁজের ১১ দিনপর হিলি থেকে উদ্ধার কিশোর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১৪:০৯
৮ জুন ২০২২ ১৪:০৯
দিনাজপুর: খুলনা থেকে নিখোঁজের ১১ দিন পর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে আকাশ অধিকারী (১৬) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। ইতোমধ্যে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় আইনি প্রক্রিয়া শেষে থানা চত্বরে বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত ২৭ মে পরিবারের লোকজনের অজান্তে ছেলেটি বাড়ি থেকে বের হবার পর আর ফিরেনি। তিনদিন আগে হিলি বাজারের মোড় থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। কিশোরের পরিবার আজ হাকিমপুর থানায় এলে আইনি প্রক্রিয়া শেষে তার বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়।
এ সময় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম, তদন্ত ওসি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস