জয়পুরহাটে ইমামকে কুপিয়ে হত্যা
৮ জুন ২০২২ ১২:৩৩ | আপডেট: ৮ জুন ২০২২ ১৩:৫৮
জয়পুরহাট: কালাইয়ে মোহসীন আলী নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুন) সকালে উপজেলার করিমপুর ত্রিমোহনী মোলামগাড়ী সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। নিহত ইমাম মোহসীন আলী কালাই উপজেলার বেলঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মঈন উদ্দিন জানান, মোহসীন আলী তার নিজ গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট শিক্ষক হিসাবে আররি পড়াতেন। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে কৃষকরা ফসলের মাঠে তার লাশ দেখে পুলিশে খবর দেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওসির ধারণা, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে হত্যা করা হতে পারে।
সারাবাংলা/এএম