Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে এবার নিষিদ্ধের তালিকায় টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন ২০২২ ১১:৪৪ | আপডেট: ৮ জুন ২০২২ ১২:১৯

ছবি: রাশিয়া টুডে

রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক লিও টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’ বই ইউক্রেনের পাঠ্য পুস্তক থেকে বাদ দেওয়া হচ্ছে। একইসঙ্গে রাশিয়া সামরিক বাহিনীকে মহিমান্বিত করে লেখা তার অন্য বইগুলোও আর পড়ানো হবে না বলে গতকাল মঙ্গলবার (৭ জুন) জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর রাশিয়া টুডে।

চলমান সংঘর্ষের আগে থেকেই নিষিদ্ধ হওয়া রাশিয়ার অন্য সকল ক্ল্যাসিক বইগুলোর সঙ্গে লিও টলস্টয়ের এই বিশ্ব খ্যাত বইটিও যুক্ত হলো।

বিজ্ঞাপন

দেশটির প্রথম উপমন্ত্রী আন্দ্রে ভিত্রেঙ্কো টিভি চ্যানেল ইউক্রেন-২৪’কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘এগুলো সম্পূর্ণভাবে বিদেশি সাহিত্য থেকে বাদ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, ‘ওয়ার অ্যান্ড পিস’— এটি আর ইউক্রেনে অধ্যয়ন করা হবে না।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার লেখকদের বইয়ের চূড়ান্ত তালিকা তৈরির জন্য কাজ করছে মন্ত্রণালয়। যেগুলো পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হবে।’

এর আগে, গত মাসে ইউক্রেনের সংস্কৃতি ও তথ্যনীতি বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছিল, শুধুমাত্র প্রচারণার জন্য ব্যবহৃত রাশিয়ার সাহিত্যকর্মগুলো ইউক্রেনের সব লাইব্রেরি থেকে সরিয়ে ফেলা হবে। এর বদলে সেখানের ইউক্রেনের লেখকদের বই রাখা হবে। আর গতকাল মঙ্গলবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই নতুন ঘোষণা দিল।

নেপোলিয়ন যুদ্ধের সময় রাশিয়ার সাম্রাজ্য নিয়ে লেখা টলস্টয়ের বিস্তৃত বিবরণটি ১৮৬৫ থেকে ১৮৬৭ সালের মধ্যে ধারাবাহিক আকারে প্রকাশিত হয়। ১৮৮০ সালে একটি ফরাসি নিবন্ধে এই বই নিয়ে মন্তব্য করেন রুশ ঔপন্যাসিক ইভান তুর্গেনেভ। বইটিকে ‘তাদের যুগের সবচেয়ে উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে একটি’ এবং এটি ‘একজন মহান লেখকের মহান কাজ’ এটি ‘সত্য, বাস্তব রাশিয়াকে’ চিত্রিত করেছে বলে অভিহিত করেন তিনি।

বিজ্ঞাপন

এই বইটি বিশ্বের অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে। এছাড়াও ২০১৬ সালে বইটির ওপর নাটক ও সিনেমা নির্মাণ করা হয়েছে।

ইউক্রেনে হামলার অনেক আগে রাশিয়ার শিল্পকর্ম ও রুশ ভাষার শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে কিয়েভ। রাশিয়ার ব্যবসা, শিল্পী, সামাজিক নেটওয়ার্ক, ইন্টারনেট পোর্টাল, ইউএসএসআর বা সোভিয়েত রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থাপন করার কারণে ২০১৯ সালে মার্চে প্রায় ৪০টি শিল্পকর্ম নিষিদ্ধ করেছিল ইউক্রেনের সরকার। এই নিষিদ্ধের মধ্যে মিখাইল বুলগাকভের উপন্যাস ‘দ্য মাস্টার অ্যান্ড মার্গারিটা’ রয়েছে, যা সংশোধন করা হয়েছিল।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ওয়ার অ্যান্ড পিস টপ নিউজ রাশিয়া লিও টলস্টয়