Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পিকআপ-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ০৯:১৯

জয়পুরহাট: জেলার ক্ষেতলাল উপজেলায় পিকআপ ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা অটোভ্যানের যাত্রী ছিলেন।

মঙ্গলবার (৭ জুন) রাতে উপজেলার মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিদ্দিপুর গ্রামের মদন কামারের ছেলে শ্যামল বৈরাগী (৩২)।

এ বিষয়ে থানার ওসি রওশন ইয়াজদানী জানান, নিহত শাহাদুল ও শ্যামল একটি অটোভ্যানে করে মধুপুকুর এলাকা থেকে শিবপুর বাজারে যাচ্ছিলেন। পথে উপজেলার শিবপুর এলাকায় দুপচাঁচিয়াগামী পিকআপের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়।

এ ঘটনার পরপরই পিকআপসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানিয়েছেন ওসি রওশন ইয়াজদানী।

সারাবাংলা/এনএস

জয়পুরহাট পিকআপ-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর