Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃত্যু


৭ জুন ২০২২ ২২:৩৭ | আপডেট: ৭ জুন ২০২২ ২২:৩৮

প্রথম ছবিতে মায়ের কোলে শিশু জান্নাতুল এবং পাশে কামড়ে মারা যাওয়া সাপ, ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার উজলপুর গ্রামের এক শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে। এ ঘটনায় শিশু জান্নাতুল সম্পূর্ণ সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে ওই গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটির মা শিলা খাতুন জানান, জান্নাতুল ঘরে খেলা করছিল। এ সময় সে ঘরের খাটের নিচ থেকে একটি সাপের বাচ্চাকে কামড়ে বাইরে নিয়ে আসে। এ দৃশ্য দেখে উপস্থিত বাড়ির সকলেই ভয় পেয়ে যায়। তার কামড়ে সাপের বাচ্চাটি মারা যায়। তখনই মারা যাওয়া সাপটি ও মেয়েকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে আনা পর্যন্ত তার মেয়ের কোনো সমস্যা হয়নি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন জানান, শিশুটির কামড়ে একটি সাপের বাচ্চার মারা গেছে। এ ঘটনায় শিশুটির পরিবার ভয় পেয়ে যায়। তারা দ্রুত শিশুটিকে নিয়ে হাসপাতালে ভর্তি করান। শিশুটিকে স্যালাইন দিয়ে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখি। এ সময় পর্যন্ত তার কোনো সমস্যা দেখা যায়নি। ফলে শিশুটি শঙ্কামুক্ত বলে নিশ্চিত করা হয়েছে। তাই দুপুরের পর হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সম্ভবত সাপের বাচ্চাটি বিষক্ত ছিল না। বিষক্ত হলে শিশুটির ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল।

চুয়াডাঙ্গা শিশুর কামড়ে সাপের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর