Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার ফাইটার ইমরানের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ২২:০৫

ইমরান হোসেন মজুমদারের মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়

চাঁদপুর: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদারের (৪০) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টায় উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের সিংআড্ডা গ্রামের তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে ইমরানের মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ইমরানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় দুই হাজারের অধিক মানুষ অংশ নেন। আশেপাশের গ্রাম থেকে ছুটে এসেছেন অনেকে।

গত শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে উদ্ধারকাজ যান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার। সেখানে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত হন তিনি। পরে পরিবারের লোকজন গিয়েও তার মরদেহ শনাক্ত করতে না পারায় লাশ ফিরিয়ে আনতে পারেননি। গতকাল সোমবার (৬ জুন) ডিএনএ পরীক্ষা শেষে রাতেই ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীমউদ্দীনের তত্ত্বাবধানে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয় নিহতের পরিবার।

২০০১ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিসেবে যোগদান করেছিলেন ইমরান হোসেন মজুমদার। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ দুই সন্তান রেখে গেছেন ইমরান। তার ছেলের নাম তাহসিন মজুমদার এবং মেয়ে তোবা মজুমদার।

সারাবাংলা/এনএস

ইমরান হোসেন মজুমদার কনটেইনার ডিপোতে বিস্ফোরণ চট্টগ্রাম সীতাকুণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর