Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ২০:৪০ | আপডেট: ৮ জুন ২০২২ ০০:০৭

রাজশাহী: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, করোনার কারণে খাদ্যসহ শিল্প উৎপাদন ও সরবরাহে সংকট ছিল। করোনার প্রকোপ কমে আসার পর অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হতে না হতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার ফলে খাদ্য ও কৃষি পণ্যসহ সবধরনের পণ্যের মূল্য বেড়েছে। সার্বিকভাবে মূল্যস্ফীতির চাপে পড়েছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (৭ জুন) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা শীর্ষক এক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈশ্বিক এই সংকট মোকাবিলায় ১২ মাসে প্রায় সকল দেশের অর্থনীতিতেই নিজস্ব মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। এর মধ্যে চীনের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে পাঁচ শতাংশ, ভারতে ডলারের বিপরীতে রুপির দাম কমেছে ছয় শতাংশ। যুক্তরাজ্যের পাউন্ডের দাম কমেছে ১২ শতাংশ, ইউরোর আরও বেশি প্রায় ১৪ শতাংশ। এমন সংকটের দৃষ্টান্ত সাম্প্রতিক দশকগুলোতে বিরল। বিশ্বের এই সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে পণ্য আমদানি ব্যয় বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, বাংলাদেশের বর্তমান সংকটটি মূলত আমদানি করা পণ্যের মূল্যস্ফীতির। বর্তমানে মাসিক বাণিজ্য ঘাটতি ২.৭৭ বিলিয়ন মার্কিন ডলার। যদিও রেমিট্যান্স কিছুটা বাণিজ্য ঘাটতি সামাল দিচ্ছে। তারপরও মাসিক নিট বাণিজ্য ঘাটতি ১.৫৬ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, কেবল মূদ্রানীতি দিয়ে সংকট উত্তরণ হবে না। সরকারের বাজেটেও যথাযথ উদ্যোগ নিশ্চিত করতে হবে। টেকসই পুনরুদ্ধারের জন্য বাজেটে সামাজিক খাতগুলোতে বরাদ্দে মনোযোগ অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যখাতে বাজেটের আট শতাংশ, শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেটের ২০ শতাংশ এবং সামাজিক সুরক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে হবে।

বিজ্ঞাপন

সেমিনার কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম সেমিনারটি সঞ্চালনা করেন।

সেমিনারে অন্যদের মধ্যে রাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল ওয়াদুদ, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, রাবি অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক ব্যাংকার আরিফুল হক কুমার আলোচনায় অংশ নেন। সেমিনারে বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ সাবেক গভর্নর আতিউর রহমান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর