Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪ মোবাইল কোম্পানির কাছে পাওনা ১৩ হাজার কোটি টাকা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ২০:১৮ | আপডেট: ৭ জুন ২০২২ ২৩:০৯

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চার মোবাইল কোম্পানির কাছে ১৩ হাজার ৬৮ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের কাছে ১০ হাজার ৫১৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা, রবি আজিয়াট লিমিটেডের কাছে ২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা, সিটিসেলের কাছে একসঙ্গে ২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা এবং টেলিটকের কাছে ১ হাজার ৬৩১ কোটি ১৭ লাখ টাকা পাওনা সরকারের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

এ সময় মোস্তাফা জব্বার বলেন, ‘গ্রামীণফোন, রবি ও সিটিসেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বিচারাধীন।’ তিনি জানান, টেলিটকের থ্রিজি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ কোটি ৯৩ লাখ টাকা ইকুইপে কনভার্সনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোন নির্দেশনা পাওয়া যায়নি। এছাড়া এসওএ বাবদ বকেয়া ৪৬ কোটি ৪ লাখ টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুর অপর এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘বর্তমানে মোবাইল গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৩৪ লাখ। থ্রিজি সেবা তিন কোটি ১৯ লাখ, ফোরজি সেবা সাত কোটি ৫৪ লাখ, ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৪২ লাখ। টেলি ডেনসিটি ১০৫ দশমিক ৮৫ পার্সেন্ট। ইন্টারনেট ডেনসিটি ৭১ দশমিক ৫৭ পার্সেন্ট।’

তিনি বলেন, ‘টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার মান উন্নত করার জন্য দেশব্যাপী ড্রাইভ টুইস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমান সময়ে টেলিযোগাযোগ খাতের ব্যাপকতা ও তাৎপর্য বিবেচনায় কিউ ওএস বেঞ্চমারকিং যন্ত্রপাতি কেনা হয়েছে। এই যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উন্নত প্রযুক্তির বেঞ্চমারকিং সিস্টেম ও ফাইভ-জি প্রযুক্তি সাপোর্ট তৈরি করা যাবে।’

মন্ত্রী জানান, সাইবার নিরাপত্তা সুরক্ষা ডিজিটাল নিরাপত্তা সেল গঠন করা হয়েছে। এই সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, রাষ্ট্র ও সামাজিক মূল্যবোধ বিরোধী পোস্ট, রাজনৈতিক কর্মকাণ্ড, পর্নোগ্রাফি, অনলাইনে জুয়া, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় উস্কানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

মোস্তাফা জব্বার বলেন, ‘পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ প্রকল্পের আওতায় সারাদেশে আট হাজার ৫০০ ডিজিটাল ডাকঘর চালু করা হয়েছে। সেই ডাকঘরগুলোতে গ্রামীণ জনসাধারণের জন্য ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তিগত সুবিধা দেওয়া হচ্ছে। এসব ডিজিটাল ডাকঘরে এজেন্ট ব্যাংকিং এর কাজ চলমান রয়েছে।’

টেলিযোগাযোগমন্ত্রী জানান, টেলিটক দেশের তিনটি দুর্গম পার্বত্য জেলা এবং হাওর-বাওরে মোবাইল নেটওয়ার্ক স্থাপন করেছে। এছাড়া উপকূলীয় এলাকায় সর্বাধুনিক মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজ চলমান রয়েছে। টেলিটকে দেশের প্রথম এবং একমাত্র মোবাইল অপারেটর যারা দেশের অন্যতম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের নেটওয়ার্ক স্থাপন করেছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

১৩ হাজার কোটি টাকা টপ নিউজ পাওনা মোবাইল অপারেটর সরকার সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর