তথ্যমন্ত্রীর আশঙ্কা, দায় চাপানোর চেষ্টা: সাকি
৭ জুন ২০২২ ২০:০২ | আপডেট: ৭ জুন ২০২২ ২০:১৮
চট্টগ্রাম ব্যুরো: বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন তাতে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা দেখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (৭ জুন) বিকেল ৩টার দিকে গণতন্ত্র মঞ্চের নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
জোনায়েদ সাকি বলেন, অতীতে নাশকতার যত কথা বলা হয়েছে শেষ পর্যন্ত তার কোনোটাই নাশকতা বলে প্রমাণ হয়নি। প্রতিটি ঘটনায় অনেক অব্যবস্থাপনা, তদারকির অভাব ও নানা রকম দুর্নীতি প্রমাণ মিলেছে। এত বড় একটি দুর্ঘটনাকে নাশকতা বলে কোনো একটি পক্ষের উপর দায় চাপানোর চেষ্টা চলছে।
‘ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছে রাসায়নিকের তথ্য গোপন করা হয়েছে। সম্ভবত এ ডিপোতে রাসায়নিক রাখার অনুমোদন ছিল না। তাই আগুন লাগার পর কোনোভাবে তারা পার করে দিতে চেয়েছিল। শুরুতে তথ্য দিলে হতাহতরা অনেকে হয়ত রেহাই পেত, বলেন সাকি।
দুর্ঘটনাটিকে রাজনৈতিক প্রলেপ দেয়ার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা সঠিক ছিল কি না এবং যেসব সরকারি প্রতিষ্ঠানের দেখাশোনা করার কথা তারা দায়িত্ব পালন করেছে নাকি দুর্নীতি করে এই ডিপো পার পেয়েছে সেসব দেখতে হবে।
গণসংহতি আন্দোলনের ওই শীর্ষ নেতা বলেন, মালিকপক্ষের দায় আছে। পুরো কাঠামোগত সমস্যা আছে। আর মালিকপক্ষ যদি সরকারি দলের সঙ্গে যুক্ত হয় তাহলে ঘটনা ধামাচাপা দিয়ে দৃষ্টি ফেরানোর চেষ্টা চলে। এসব চেষ্টা বন্ধ করতে হবে।
দেশে ভয়াবহ অপশাসন চলছে এবং সরকারের কোনো জবাবদিহিতা নেই দাবি করে সাকি বলেন, তারই পরিচায়ক এ ঘটনা। আর ক্ষতিপূরণ পাওয়া নিহত ও আহতদের অধিকার। দয়া বা দাক্ষিণ্য নয়। এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে অবশ্যই। ক্ষতিপূরণ আইন বদলাতে হবে।
সারাবাংলা/একেএম
জোনায়েদ সাকি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড