Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলের কল ড্রপ বড় সমস্যা, ক্ষতিপূরণের নির্দেশ মন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ১৯:৪১ | আপডেট: ৭ জুন ২০২২ ২০:৪৫

মোস্তফা জব্বার, ছবি: সংগৃহীত

ঢাকা: মোবাইল ফোনের কল ড্রপকে একটি বড় সংকট ও সমস্যা বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, এ সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। কল ড্রপ হলে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

বিজ্ঞাপন

মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল ফোনের কল ড্রপ একটি বড় সংকট ও সমস্যা। আমিসহ এখানে উপস্থিত প্রত্যেকেই কল ড্রপের শিকার হই। এক বার, দুই বার, তিন বার এমনিক চার বারও কল করতে হয়। ২০০৯ সালে দেশে চার কোটি মোবাইল ফোন ব্যবহার হতো। এখন দেশে ১৮ কোটি মোবাইল ব্যবহার করা হয়। ২০০৭ সালে সাড়ে ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন, বর্তমানে তা ১৩ কোটি অতিক্রম করেছে।’

তিনি আরও বলেন, ‘সমস্যাগুলোর শেকড়ের সন্ধান করে যা পেয়েছি, তা হলো— গ্রামীণফোনের ব্যবহারকারী ৮ কোটি, রবি ৫ কোটি, বাংলালিংক ৪ কোটি, টেলিটক একটু কম। কিন্তু মোবাইলের যে পরিমাণ বেতার তরঙ্গ নেওয়া দরকার, সে পরিমাণ তরঙ্গ তারা নেয়নি। আমরা চাপ দিয়ে ১৯০ মেগাহার্জ পর্যন্ত নেওয়াতে পেরেছি। ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ সমস্যা সমাধান করতে পারব বলে আশা করি। তখন সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রযুক্তির প্রসার ঘটেছে। থ্রিজি থেকে ফোরজি, এ বছর ফাইভজি’তে আমরা প্রবেশ করেছি। এ যাত্রার সঙ্গে প্রতিষ্ঠানগুলো তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করতে পারছে না। ২০২২ সালের মধ্যে তারা সমস্যা সমাধান করতে না পারলে আমরা জরিমানা করতে পারব। আমরা নির্দেশ দিয়েছি— কল ড্রপ হলে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়।’

বিজ্ঞাপন

ইন্টারনেটের ডেটা প্যাকেজের বিষয়ে মোস্তফা জব্বার বলেন, ‘অব্যবহৃত ইন্টারনেটের ডেটা প্যাকেজ পরে আর ব্যবহার করা যায় না। তাই অব্যবহৃত ডেটা যাতে পরে ব্যবহার করা যায়— সে বিষয়ে আমরা বলেছি। তবে নির্দেশ না মানলে টেলিটককে ধরতে পারি, কিন্তু অন্যদের তো ধরতে পারি না। তারা আদালতের আশ্রয় নেয়। কিন্তু এসব সমস্যা সমাধানে যা যা করা দরকার, আমরা করব।’

সারাবাংলা/এএইচএইচ/এনএস

কল ড্রপ জাতীয় সংসদ টপ নিউজ তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর