মাংকিপক্স আক্রান্ত সন্দেহে তুর্কি নাগরিককে হাসপাতালে ভর্তি
৭ জুন ২০২২ ১৫:৫৪ | আপডেট: ৭ জুন ২০২২ ১৬:৩৭
ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মাংকিপক্স’ আক্রান্ত সন্দেহে এক তুর্কিয়ে নাগরিককে আইসোলেশনে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে সংক্রামক ব্যধি হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার (৭ জুন) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সংক্রামক ব্যধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান। সন্দেহভাজন যাত্রীর নাম আকসি আলতে (৩২)।
জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২ টায় তুর্কি এয়ারলাইনসে আসা তুর্কিয়ে নাগরিক আকসি ইমিগ্রেশন পার হওয়ার সময় ‘মাংকিপক্স’ আক্রান্ত বলে সন্দেহ হয়। পরে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওই ব্যক্তিকে সংক্রামক ব্যধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আইইডিসিআর থেকে একটা টিম এসে পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা নিয়ে গেছে। পিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে ‘মাংকিপক্স’ সংক্রমণ আছে কি না। তবে আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে, শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সারাবাংলাকে বলেন, ‘মাংকিপক্স সন্দেহে একজন বিদেশি নাগরিককে বিমানবন্দরের হেলথ ডেস্কে আনা হয়। আমাদের দৃষ্টিতে মাংকিপক্স মনে হচ্ছে না। এরপরও আমরা ওই বিদেশিকে সংক্রামকব্যাধী হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আমাদের কাছে কোনো তথ্য নেই।’
সারাবাংলা/এসবি/এসজে/পিটিএম